বেলি ডান্স করে আলোচনায় নোরা!

Slider বিনোদন ও মিডিয়া
grambanglanews24.com
grambanglanews24.com

 

 

 

বিগ বসের মাধ্যমে মূলত আলোচনায় আসেন নৃত্যশিল্পী নোরা ফতেহি। সে সময় তার ডান্স পারফর্ম্যান্স দর্শকের মন কেড়েছিল। বিশেষত তার বেলি ডান্সিং প্রচুর প্রশংসা পেয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারো আলোচনায় আসলেন নোরা।

সংবাদ মাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, সালমান খানের রিয়্যালিটি শো বিগ বস সিজন ৯-এর প্রাক্তন প্রতিযোগী নোরা সম্প্রতি বেলি ডান্স করে বলিউডের আলোচনার লাইমলাইটে চলে এসেছেন। সালমান-ক্যাটরিনা অভিনীত টাইগার জিন্দা হ্যায় ছবির সোয়্যাগ সে করেঙ্গে সব কা স্বোয়াগাত গানের সঙ্গে নোরার বেলি ডান্স সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার শীর্ষে।

প্রতিবেদনে বলা হয়, নোরা তার ইন্সটাগ্রামে সোয়্যাগ-এর একটি আরবী ফিউশনের সঙ্গে তার বেলি ডান্সের ভিডিও আপলোড করে। দিন তিনেক আগে পোস্ট করা এই ভিডিওতে ৮০ হাজারেরও বেশি লাইক পেয়েছে। কেউ কেউ বলছেন নোরা এর মাধ্যমে ক্যাটরিনাকেও পিছনে ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *