সেরা উইকেট কিপার নির্বাচিত হলেন মুশফিক

Slider খেলা

 

1150043
grambanglanews24.com

 

 

২০১৭ সালে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করে টাইগারদেরসাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্যা রোয়ার এর প্রকাশিত সেরা টেস্ট একাদশে। মুশফিক ছাড়াও ঘোষিত সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণআফ্রিকার তিন ক্রিকেটার। অপরদিকে ইংল্যান্ডের থেকে এই দলে জায়গা হয়েছে মাত্র একজনের। একাদশে দুই ওপেনার হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার ডিন এলগার এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। এরপর তিন নম্বরে আছেন ভারতের চেতেশ্বর পূজারা। এরপরে অজি দলপতি স্টিভ স্মিথকে রাখা হয়েছে।

এরপর আছেন ভারতের রান মেশিন বিরাট কোহলি, দলটির অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে তাকে। তারপরে যথাক্রমে টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম, স্পিনার রবীন্দ্র জাদেজা এবং নাথান লায়ন। এছাড়া আরো আছেন পেস তারকা মরনে মরকেল, কাগিসো রাবাদা এবং জেমস অ্যান্ডারসন। প্রসঙ্গত, ২০১৭ সালে নানান কারণে সমালোচিত হলেও সেই বছরে খেলা ৮ টি ম্যাচে ৫৪.৭১গড়ে ৭৬৬ রান করেছিলেন তিনি।যেখানে ২টি সেঞ্চুরি ছিলো তার।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার পাশাপাশি ১২টি ক্যাচ ও দুটি স্ট্যাম্পিংও করেছেন এই টাইগার উইকেট রক্ষক। আর সেরা উইকেট রক্ষকব্যাটসম্যান হওয়ার দৌড়ে মুশফিকের সাথে প্রতিযোগিতায় ছিলেন ভারতেরঋদ্ধিমান সাহা ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তবে উইকেটের পেছনে দারুণ নির্ভরতা প্রতীক হিসেবে নিজেকে প্রমাণ করার পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকার দরুণ মুশফিককেই বেঁছে নিয়েছে দ্যা রোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *