জানুয়ারিতে আরো দুটি স্প্যান বসছে পদ্মা সেতুতে

Slider জাতীয়
padma_bridge_1_1
grambanglanews24.com

নতুন নতুন স্প্যান বসানো মধ্য দিয়ে এগিয়ে চলেছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বাঙ্গালী জাতির গৌরবের এক অন্যতম স্থাপনা। পদ্মা বহুমুখী সেতুতে নতুন বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আরো দুটি স্প্যান বসানো হবে। এর মধ্য দিয়ে সেতুটি আরো দৃশ্যমান হবে।

ইতোমধ্যে কনস্ট্রাকশন ইয়ার্ডে ৫টি স্প্যান প্রস্তুত রয়েছে। চারটি খুঁটির নির্মাণ শেষ হয়েছে, যার দুটির মধ্যে একটি স্প্যান বসানো হয়েছে। বাকিগুলোর ওপর নতুন দুটি স্প্যান বসানো হবে।

একদিকে মূল সেতুর খুঁটিগুলোর নিচের পাইলিং হচ্ছে। সুপার স্ট্রাকচার ওয়ার্কশপে চীন থেকে আনা স্প্যান জোড়া লাগিয়ে স্টিলের শিট প্রক্রিয়া করে পাইল তৈরির কাজ হচ্ছে। অন্যদিকে, চলছে নদী শাসনের কাজ, মূলসেতুর কাজের জন্য পাথর এনে স্তূপ করা ও মশলা করে নিয়ে যাওয়াসহ নানা কর্মযজ্ঞ চলছে।

মূলত পদ্মা সেতুর কাজ হচ্ছে দুটি ভাগে- একটি মূল সেতু, আরেকটি সংযোগ সড়কসহ (ভায়াডাক্ট) আনুসাঙ্গিক বিষয়। এর মধ্যে সংযোগ সড়কসহ নানা কাজ অনেকাংশেই শেষ।

মূলসেতুর চারটি খুঁটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর ৩৭ থেকে ৩৮ নম্বর খুঁটির মধ্যে স্প্যানও বসানো হয়েছে। আসছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৩৮ থেকে ৩৯ ও ৩৯ থেকে ৪০ নম্বর খুঁটির মধ্যে আরো দুটি স্প্যান বসানো হবে। এছাড়া আরো ১৫টি খুঁটির নিচে পাইলিংয়ের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *