অর্ধেক হাত মাথা মোটা এবং বাঁকা পা বিশিষ্ট শিশুর জন্ম

Slider বিচিত্র রংপুর
received_1616322638433126
grambanglanews24.com

এম এ কাহার বকুল:লালমনিরহাট প্রতিনিধি;

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অর্ধেক হাত, মাথা মোটা এবং বাঁকা পা এমন শারীরিক প্রতিবন্ধীতা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে সিনতা আক্তার।

গত শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার খানেরবাজার এলাকায় আবু সাঈদ ও রত্না আক্তারের দাম্পত্য সংসারে শিশু সিনতার জন্ম হয়।

শিশুটির বাবা আবু সাঈদ জানান, গর্ভধারণের ৯ মাস পর গত শুক্রবার তার স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে তাকে পার্শ্ববর্তী বড়খাতা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই হাত বিহীন খাটো ও বাঁকা দুই পায়ের পাশাপাশি মাথা বড় নিয়ে শিশু সিনতা’র জন্ম হয়। জন্মের সময় শিশুর ওজন ছিলো সাড়ে ৩ কেজি। জন্মের পর শিশুটি একটু অসুস্থ হলেও ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠেছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রমজান আলী জানান, জিনতত্ত্ব বা জেনেটিক্স বা বংশগতিবিদ্যা হল জিন, বংশবৈশিষ্ট্য এবং এক জীব থেকে আরেক জীবের জন্মগত চারিত্রিক সাযুজ্য ও পার্থক্য সম্বন্ধীয়  বা ক্ষতিকর ঔষধ সেবনের ফলে এ ধরণের বাচ্চার জন্ম হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *