সাড়ে চার ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সচল

সারাদেশ

image_158005.fari-ghatঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফেরি সার্ভিস সচল হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার দিবাগত রাত ৪টায় ফেরি সার্ভস বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ সময় ধরে মাঝনদীতে আটকা পড়ে অর্ধ সহস্রাধিক যাত্রীসহ তিনটি ফেরি। কনকনে শীতের মধ্যে সাধারণ যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়।
শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির সহকারী ম্যানেজার মো. জসিমউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে বয়াবাতি দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এছাড়া ঘন কুয়াশার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ ছিল। তবে কুয়াশা কেটে যাওয়ার পর সব রকম নৌযান এখন সচল রয়েছে।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নাইট কোচসহ দুই পারে প্রায় সোয় ৩০০ যান পারাপারের অপেক্ষায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *