সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচক ঊর্ধ্বমুখী

অর্থ ও বাণিজ্য

index_5সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ১ ডিসেম্বর, সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) তে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী চিত্র লক্ষ্য করা হয়েছে। কয়েকদিনের তুলনায় লেনদেনেও আজ বেশ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সোয়া ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৯টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- এবি ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন, অগ্নি সিস্টেমস, গ্রামীণফোন, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা, যমুনা অয়েল, বিডি থাই, খান ব্রাদার্স ও সামিট অ্যালায়েন্স পোর্ট।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৫ পয়েন্ট হয়।
বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১২১ পয়েন্ট হয়।
দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১২০ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ২টা ১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২০৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২১৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩২১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৩৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *