পাশ্চাত্য ঘরানায় বিয়ের পোশাক সাদা গাউনের অন্যতম বৈশিষ্ট্য এর লুটিয়ে থাকা অংশ। যাকে বলা হয় ট্রেইল (Trail) বা (Train) ।
চলিত বাংলায় গাউনের ঘের।
এবার এমন এক গাউন এল‚ যার ট্রেইল ঢেকে ফেলতে পারে মাউন্ট এভারেস্টকেই। ৮০৯৫.৪০ মিটার বা ২৬‚ ৫৫৯.৭১ ফিট দীর্ঘ বস্ত্রপথ অনুসরণ করছে গাউনকে।
বিশ্বের দীর্ঘতম বিয়ের পোশাক বলে একে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড।
ফরাসি শহর কোদ্রি লেসের জন্য বিখ্যাত। সেখানকার ১৫ জন দর্জি দু মাস ধরে বানিয়েছেন এই পোশাক। প্রথমে আলাদা আলাদা অংশ সেলাই করে তারপর একসঙ্গে সম্মিলিত করা হয়েছে।
বিশ্বরেকর্ডের স্বীকৃতি পাওয়ার পরে এ বার পোশাকটির অংশ আলাদা আলাদা করে বিক্রি করা হবে। অর্জিত অর্থ যাবে চ্যারিটিতে।