আন্তর্জাতিক ডেস্ক: France Association of ChildEduc Bangladesh (FACEBD), খিং নয়ন পরিকল্পনায় প্রতিষ্ঠিত, সেপ্টেম্বর 2015। FACEBD সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের, স্বাস্থ্যসেবা, শিক্ষার সব ধরনের সাহায্য করার লক্ষ্যে কাজ করে। এই এসোসিয়েশন বাংলাদেশের মানিকগঞ্জ জেলা, হরিরামপুর উপজেলা এর মানুষ এবং ফরাসি ছাত্রদের নিয়ে গঠিত হয়।
সভাপতি : জনাব মোল্লা মোহাম্মদ রাসেল
প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান: জনাব খিং নয়ন
সম্পাদক: জনাব ফয়সাল আহমেদ
সহকারী সম্পাদক : জনাব খিং শুভ্র
কোষাধ্যক্ষ: জনাব উদ্দিন খান মোহাম্মদ রায়হান
সহকারী কোষাধ্যক্ষ: জনাব মোঃ মামুন অর রশিদ.
অর্গানাইজার: জনাব মেন্দেস সিলভা
মার্কেটিং ম্যানেজার: জনাব বারগেস ক্লিফোর্ড
FACEBD শিশুদের ভাল বাসস্থান ও তাদের ভাল চিকিৎসা দেয়ার লক্ষ্যে কাজ করে। অনুরূপভাবে, FACEBD আর্থিক সম্পদের অভাবের কারণে যে সকল ছাত্র ছাত্রীদের পড়াশুনা বন্ধ ছিল আবার সে সকল ছাত্র ছাত্রীদের পুনরায় পড়াশুনায় ফিরিয়ে আনতে সাহায্য করতে কাজ করে থাকে।
তাছাড়া, বিদ্যালয় নির্মাণ ও প্রশিক্ষণ কেন্দ্র পুনর্বাসন, শিশু ও তরুণদের সব সাংস্কৃতিক ও শিক্ষা সহায়তা (লাইব্রেরি, মাল্টিমিডিয়া, প্রশিক্ষণ, ইত্যাদি …) প্রদান এবং নতুন প্রযুক্তি শেখার জন্য সমর্থন দেয়ার লক্ষ্যে কাজ করে।
FACEBD সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষের এবং বৃদ্ধদের সাহায্য করার লক্ষ্যে কাজ করে। এটি তাদের সব ধরনের প্রাকিতিক দুর্জগ ও বন্যার্তদের রক্ষায় বন্যা এবং এর প্রভাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাজ করে।
আপনি FACEBD যোগ দিতে পারেন এবং এই এসোসিয়েশন স্পনসর কোম্পানীর জন্য খুঁজচ্ছে……
এছাড়াও আপনি 0630153577 এবং fachildeducbd@gmail.com এ এসোসিয়েশন সাথে যোগাযোগ করতে পারেন।
FACEBD ওয়েবসাইট: http://fachildeducbd.wix.com/facebd
ফেইসবুক পেইজে: FACEBD