পুলিশের ওপর আস্থা ফেরাতে ওবামার উদ্যোগ

সারাবিশ্ব

image_157947.aযুক্তরাষ্ট্রে পুলিশের ওপর আস্থা ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর অংশ হিসেবে পুলিশ সদস্যদের আরো বেশি পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। সেন্ট লুইসের ফার্গুসনে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার ঘটনা ও পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে পুলিশের প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, টহলে থাকার সময় আরো ৫০ হাজার পুলিশ সদস্যরা যেন একটি ক্ষুদ্র ভিডিও ক্যামেরা পরিধান করতে পারেন, সেজন্যে তিনি সাড়ে সাত কোটি ডলার বরাদ্দ করবেন। নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ কিশোর, মাইকেল ব্রাউনের ওপর যে পুলিশ সদস্য গুলি চালিয়েছিলেন, তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন করে ফার্গুসনে সহিংস প্রতিবাদের পর এ আহ্বান পুলিশের ওপর সেদেশের মানুষের আস্থা ফেরাতে তাঁর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে নাগরিক অধিকার নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন ওবামা। পুলিশের ওপর আস্থা ফিরিয়ে আনার জন্য আগামী তিন বছরব্যাপী সাড়ে বাইশ কোটি ডলারের একটি প্রকল্পেরও প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রস্তাবটি অর্থায়নের জন্য তিনি কংগ্রেসের প্রতিও আহ্বান জানান। ওবামার প্রস্তাবিত তহবিল দিয়ে পুলিশ বাহিনীর জন্য ৫০ হাজার পরিধানযোগ্য ক্যামেরা কেনা হবে এবং একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারের জন্যও এ অর্থ ব্যয় করা হবে।
পরিধানযোগ্য এসব ক্যামেরার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মাঝে সংঘর্ষের ঘটনার প্রমাণ পাওয়া যাবে, বিশেষ করে ফার্গুসনের মতো বিতর্কিত ঘটনাগুলিতে। ফার্গুসনের কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করার জন্য গ্র্যান্ড জুরি শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করতে ব্যর্থ হওয়ার পর শহরটিতে নতুন করে দাঙ্গা শুরু হয়। পরে খুব দ্রুতই এ নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রজুড়ে। সূত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *