জেরুজালেমকে ট্রাম্পের স্বীকৃতি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন : আব্বাস

Slider সারাবিশ্ব

lPNhdSU6

 

 

 

 

 

 

 

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

গতকাল বুধবার তুরস্কের ইস্তাম্বুলে জেরুজালেম নিয়ে মুসলিম দেশগুলোর জোট ওআইসি’র বিশেষ সম্মেলনের ভাষণে আব্বাস একথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে তিনি বলেন, এ পদক্ষেপই বলে দিচ্ছে যে, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ওয়াশিংটনের আর কোনও ভূমিকা থাকতে পারে না।

ভাষণে আব্বাস বলেন, “জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী। এটি সবসময় ফিলিস্তিনেরই রাজধানী থাকবে। ”

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমনভাবে জেরুজালেমকে দিয়ে দিচ্ছে যেন এটি তাদের নিজেদেরই কোনও শহর। আর তা করে যুক্তরাষ্ট্র ‘চরম সব সীমাই’ লঙ্ঘন করে গেছে।

ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব থাকার কারণে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় তাদের কোনও ভূমিকা থাকাটা আর গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন আব্বাস।

সম্মেলনে আন্তর্জাতিক আইন মেনে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য এরদোয়ান সব দেশকে আহ্বান জানান।

ইসরায়েলকে একটি দখলদার, সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে এরদোয়ান বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত ইসরায়েলের হঠকারী সব কর্মকান্ডকেই পুরষ্কৃত করেছে।

সম্মেলনে ৫০ টিরও বেশি মুসলিম দেশের নেতা ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *