আইফেল টাওয়ারের ওপর দড়িতে হাঁটলেন দুঃসাহসী নাথান

Slider বিচিত্র

150917eif

 

 

 

 

নাথান পাওলিন দড়ির ওপর দিয়ে হাঁটেন। আর এ কাজটি মোটেই সহজ কাজ নয়।

যারা এ কাজ করেন তাদের বিশেষ নৈপুণ্য থাকতে হয়। সম্প্রতি নাথান তার সে নৈপুণ্য প্রদর্শন করেছেন প্যারিসের একেবারে আইফেল টাওয়ারে।

নাথানের সে দড়ির ওপর দিয়ে হাঁটা দেখতে বহু মানুষ আইফেল টাওয়ারে ভিড় করে। তিনি দড়ির ওপর দিয়ে হেঁটে ২১৯৮ ফুট অতিক্রম করেন। এটি নতুন এক বিশ্বরেকর্ড বলে জানা গেছে।

প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে টরকেডেরো স্কয়ার পর্যন্ত টানটান দড়ি বাঁধা হয় নাথানের হাঁটা উপলক্ষে। এরপর তিনি সে দড়ির ওপর দিয়ে হেঁটে যান। এ সময় তিনি একেবারে বিপজ্জনক অবস্থায় ছিলেন না। তার দেহের সঙ্গে দড়ির একটি সংযোগ ছিল।

ফলে শেষে যখন তিনি পড়ে যান তখন সেই দড়িতেই আটকে ঝুলে পড়েন। আর তখন উল্টো অবস্থাতেই জনতাকে অভিনন্দন জানান।

২২ বছর বয়সী নাথানের আরো কিছু বিশ্বরেকর্ড রয়েছে।

তার এবারের দড়ির ওপর দিয়ে হাঁটার ফলে কিছু অর্থ অর্জিত হয়েছে। সে অর্থ তিনি বিরল রোগের গবেষণায় দান করছেন।
সূত্র : ডেইলি মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *