‘ট্রাম্পের স্বীকৃতি মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তি ডেকে আনবে’

Slider রাজনীতি

khaleda

 

 

 

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তি ডেকে আনবে। এতে বিশ্বের শান্তিকামী প্রতিটি মানুষের মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন।

এই সিদ্ধান্ত ওই অঞ্চলের শান্তি, স্থিতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘদিনের প্রয়াসকে গুরুতরভাবে ক্ষতি করবে।

আজ রবিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, এই সিদ্ধান্ত ওই অঞ্চলের শান্তি ও স্থিতি এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘদিনের প্রয়াসকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ এবং নিজ রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাসের অধিকার রয়েছে। কিন্তু, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিপক্ষে গিয়ে ট্রাম্পের একতরফা স্বীকৃতির আমি প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *