সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে : আইনমন্ত্রী

Slider জাতীয়

193128Kalerkantho_pic

 

 

 

 

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে বাংলাদেশের আইন মেনে নির্বাচনে আসতে হবে।

তাদের জন্য কোনো নতুন আইন করে তাদেরকে নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না।

আজ শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ দলিল লেখক সমিতি আয়োজিত ‘কেন্দ্রীয় কাউন্সিল-২০১৭’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১৯৭২ সালে ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে যে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর সরকারের দায়িত্বে থাকবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। সংবিধান এটাই বলে।

সংবিধান মাফিক কাজ করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংবিধান নিয়ে যারা ফুটবল খেলেছিল, যারা দেশকে পাকিস্তান করার চেষ্টা করেছিল, তাদের কোনো কথা, কোনো দাবি আর মানা হবে না।

সংগঠনের সভাপতি মো. নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, আ ক ম বাহাউদ্দিন বাহার, নজরুল ইসলাম বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *