শেষ দেখা ——————মহসিনুল কাদির

Slider সাহিত্য ও সাংস্কৃতি
21768119_2044677649142561_732622112236738989_n
শেষ দেখা
——————মহসিনুল কাদির
আজ চল্লিশে এসে পড়ন্ত বিকেলে
সুমিতা, আজো তোমায় মনে পড়ে।
তোমার আমার শেষ দেখা
অলস দুপুরে সেই কবেকার কোন এক ফাগুনে।

মনে পড়ে সবে কৈশোরে
অবুঝ হৃদয়ের গভীর ভালোবাসার নদীতে
কত জোয়ার ছিল।

বিস্তৃর্ন মাঠ পেরিয়ে
বহতা নদীর মতো,
ছুটে যেতাম তোমার কাছে
সকল বাধা পেরিয়ে।

মনে পড়ে তোমার তিলক রাশির কথা,
প্রকৃতি তোমায় সাজিয়ে দিয়েছে অনন্য রূপে,
দিয়েছে সৌন্দর্যের সতন্ত্রতা।

বিদায় বেলায় শ্রাবণ ধারা ছিল
তোমার গভীর শীতল আঁখিতে
বলেছিলে, দূরে গেলে ভুলে যাবে কি?
প্রত্যয় নিয়ে বলেছিলাম
প্রতিষ্ঠা পাবো একদিন।
তোমাকে তুলে নিতে আসবো পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে।

মনে পড়ে সেই মুহূর্তে
একটু নীরব আর আনমনা ছিলে তুমি,
কি যেন ভাবলে?
সহসা কাতর কণ্ঠে বলেছিলে
শহরের মেয়েরা অনেক ছলাকলা জানে।

আহত পাখির মত তুমি বললে
মনে আছে কি তোমার?
শৈশবের সেই শাপলা ফুল তোলা
আর স্কুল ফাঁকি দিয়ে পাখি ধরার কথা ।

আমাকে ভুলো দুঃখ পাবো না,
এ কথা দুটো তুমি মনে রেখ
তাহলে কেউ তোমাকে ভোলাতে পারবে না।

সুমিতা, প্রতিষ্ঠা পেতে অনেক দেরি হলো
ঘরে ফিরে দেখলাম
তুমি ও শহরে গিয়েছ।
জীবন জীবিকার প্রস্তুতি পর্ব
তোমাকে দূরে নিয়ে গেল,সুমিতা ।

শুনেছিলাম,শহরে যেতে তুমি অনেক কেঁদেছিলে
দিদিমা আমাকে বলেছিল
তুমি নাকি কাগজে কি একটা লিখে আমাকে দিয়েছিলে।
তার মূল্য না বুঝে কানা বুড়িটা হারিয়ে ফেলেছে।
সে হারিয়ে যাওয়া কাগজের মূল্য কত বেশী
তা আজ আমি বুঝি।

তোমার কথা দুটো আজো মনে রেখেছি
পাখি ধরা আর শাপলা তোলা ।

সহস্র মানুষের মাঝে তোমাকে আমি কত খুঁজেছি
আর দেখা হলো না ।
পরে শুনেছিলাম তুমি এক মস্ত লোকের ঘরনি হয়েছ।

স্মৃতির মুক্তো মালা
বৃথা গলায় পরে রাখা
বিদায় বেলার ছবি আঁকা
সব-ই বৃথা ।

জানি না তুমি কোথায় আছ?
তবু আজো তোমায় ভাবি
এই চল্লিশ বছরে ।

উৎসর্গ:বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মো: সামসুজ্জামান বাবু,সিনিয়র এএসপি, বাংলাদেশ পুলিশ।

তারিখ:০৭.১২.১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *