এবার বন্ধ হয়ে গেল দৈনিক বর্তমান

বিনোদন ও মিডিয়া

image_157582.bortoban offঅর্থনীতি প্রতিদিনের পর এবার বন্ধ হয়ে গেল দৈনিক বর্তমান। সোমবার পত্রিকাটির শেষ সংখ্যা বের হয়েছে। রবিবার রাতে সংবাদকর্মীরা কাজ শেষ করে চলে যাওয়ার পর গভীর রাতে মালিক পক্ষ পত্রিকাটি বন্ধের ঘোষণা সম্বলিত নোটিশ টানিয়ে দেয়। মালিক জেলে থাকায় আর্থিক সংকটে পত্রিকাটি বন্ধ হয় বলে জানা গেছে।

বর্তমানের সাংবাদিকরা জানান, সোমবার সকালে তারা মতিঝিলের সানমুন স্টার পাওয়ার ভবনে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে যান। দেখতে পান ওই ভবনের ১১ তলার লিফটটি বন্ধ। পরে উপরে ওঠে দেখেন কলাপসিবল গেটও বন্ধ। সেখানে দেখেন পত্রিকাটি বন্ধের নোটিশ টানানো।
দৈনিক বর্তমানের কয়েকজন সংবাদকর্মী জানান, তারা এই পরিস্থিতিতে আলোচনার জন্য রমনার একটি রেস্টুরেন্টে বসেছিলেন। তবে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। একজন সংবাদকর্মী জানিয়েছেন, তারা আন্দোলনে যাবেন।

দৈনিক বর্তমান বাজারে আসে ২০১৩ সালের ২ জুলাই। এর মালিক কল্যাণপুর মিজান টাওয়ারের মিজানুর রহমান। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। পত্রিকাটি বাজারে আসে ‘উদ্ভুত’ কায়দায়। এর আগে বাংলাদেশে কোনো পত্রিকা এভাবে বিজ্ঞাপন দিয়ে বিরাট অংকের বেতনভাতায় সাংবাদিক নিয়োগ করা হয়নি। শুরুতে পত্রিকাটির সম্পাদক হিসেবে যোগ দেন বিশিষ্ট লেখক, সাংবাদিক রাহাত খান। পরে তিনি পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *