৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

Slider শিক্ষা

141151A-Nur

 

 

 

 

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য  ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভ করায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে বুধবার অনুষ্ঠিত হয় এ শোভাযাত্রা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসসংলগ্ন বরিশাল-পটুয়াখালী ও ভোলা মহাসড়ক প্রদক্ষিণ শেষে  শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১৪টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। এ সময় ১৪টি সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (বিইউপিএস) আয়োজনে ছবি প্রদর্শনীও উদ্বোধন করেন উপাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *