বাংলাদেশ স্কাউটসের সাবেক প্রধান জাতীয় কমিশনার মনযূর উল করীম ইন্তেকাল করেছেন

Slider সারাদেশ

1+ (2)

 

 

 

 

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বাংলাদেশ স্কাউটসের সাবেক সভাপতি ও প্রধান জাতীয় কমিশনার জনাব মনযূর উল করীম আজ সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি কবি ইমরান নূর হিসেবেও পরিচিত। জনাব মনযূর উল করীম মৃত্যুকালে এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
বাংলাদেশ স্কাউটসের  উপ পরিচালক(জনসংযোগ ও মার্কেটিং)  মোঃ মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  জনাব মনযূর উল করীম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, যোগাযোগসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ ১৯ বছর বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে স্কাউটিংয়ের উন্নয়ন ও সম্প্রসারেণে অনন্য অবদান রাখেন। জনাব মনযূর উল করীম বিশ্ব স্কাউট সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভাপতি হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্কাউট সংস্থার সর্বোচ্চ অ্যাওয়ার্ড “ ব্রোঞ্জ উলফ” এবং বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “ রৌপ্য ব্যাঘ্র ” লাভ করেন।

মরহুমের নামাজ ই জানাযা আজ বাদ আছর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। নামাজ ই জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *