কেন্দ্রীয় শহীদ মিনারে কাইয়ুম চৌধুরীর মরদেহ

জাতীয় টপ নিউজ

kaiyum-1417361760নন্দিত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করা হবে।
এর আগে, কাইয়ুম চৌধুরীর মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ১১টা ৫ মিনিটে চারুকলার গ্রাফিক্স ডিজাইন বিভাগে তার মরদেহ নেওয়া হলে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চারুকলার বর্তমান ডিন নেসার হোসেন, কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত, শিল্পী রফিকুন নবী, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক সমরজিৎ রায়, অধ্যাপক ইউনুস, চারুকলার সাবেক ডিন শিল্পী আবুল বারাক আলভী, তৌকির আহমেদ, বিপাশা হায়াত প্রমুখ।
গতকাল রবিবার রাতে তাঁর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কাইয়ুম চৌধুরীর জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *