বৈরুতে বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত

Slider জাতীয়

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসিকে তিনি বলেন, এখন পর্যন্ত দুই জন বাংলাদেশি মারা যাওয়ার খবর সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি আমরা। এছাড়া অন্তত ৫৯ জন বাংলাদেশি বিস্ফোরণে আহত হয়েছেন।

ওই বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়-এর ২১ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সেন্টার (এইউবিএমসি)-এ ভর্তি করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈরুতে গতরাতের ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মানুষ মারা গেছেন।
এ বিস্ফোরণে চার হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *