সমবেদনা জানাতে আনিসুল হকের বাড়িতে বিএনপি নেতারা

Slider টপ নিউজ

154530BNP_kalerkantho_pic

 

 

 

 

আওয়ামী লীগের মেয়র হলেও সদ্যপ্রয়াত আনিসুল হকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হয়েছেন বিএনপি নেতারা। আজ শনিবার দুপুরে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আনিসুল হকের বনানীর বাড়িতে হাজির হন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘নির্দলীয় অবস্থান থেকে স্থানীয় সরকার যে চালানো যায়, উন্নয়ন করা যায়, সেটা তিনি রেখে গেছেন। ‘

আমীর খসরু বলেন, ‘আনিসুল হক শুধু ব্যবসায়িক জীবনে নয়, সব কাজ পরিচালনায় তিনি নতুন দিগন্ত উন্মুক্ত করে গেছেন। ‘

তিনি আরো বলেন, ‘সততা, যোগ্যতা, নিষ্ঠা ও সাহসী ভূমিকার মাধ্যমে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো যায়, সেই স্বাক্ষর তিনি রেখে গেছেন। ‘

উল্লেখ্য, দুই বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পালনের পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। এরপরে লন্ডন থেকে আজ শনিবার দুপুরে তার মরদেহ দেশে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *