রাশিয়া বিশ্বকাপ: আপনার প্রিয় দল কোন গ্রুপে?

Slider খেলা

133636maradona23_kalerkantho_pic

 

 

 

 

 

২০১৮ রাশিয়া বিশ্বকাপের দামামা বেজে উঠল অবশেষে। মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান।

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে লটারিতে কোন দল কোন গ্রুপে পড়েছে। এবার বিশ্বকাপের ড্র সঞ্চালনার দায়িত্বে সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। তার সঙ্গী রাশিয়ার ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া।

বিশ্বকাপের ৩২টি দলকে ভাগ করা হয়েছে ৮টি গ্রুপে। এক নজরে দেখে নিন আপনার পছন্দের দল কোন গ্রুপে কোন কোন দলের সঙ্গে খেলবে?

রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ:

‘এ’ গ্রুপ: রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।

‘বি’ গ্রুপ: পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান।

‘সি’ গ্রুপ: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।

‘ডি’ গ্রুপ: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।

‘ই’ গ্রুপ: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।

‘এফ’ গ্রুপ: জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।

‘জি’ গ্রুপ: বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড।

‘এইচ’ গ্রুপ: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *