মানবিক দায়িত্ব্য পালনে অসুস্থ মিতুর পাশে মোগলপুর গ্রামবাসী

Slider শিক্ষা সিলেট
24059766_1603307756396145_7714390076516601466_o(1)
হাফিজুল ইসলাম লস্কর :: মানবতার ডাকে সাড়া দিয়ে মানবিক দায়িত্ব্য পালনে অসহায় দরিদ্র পিতার অসুস্থ সন্তান মিতুর পাশে দাড়ালো সিলেটের মোগলপুর গ্রামবাসী।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র শরাফত হোসেন মিতু’র চিকিৎসায় প্রদত্ত ৮০ হাজার টাকার অনুদান শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে মোগলপুর গ্রামবাসীর পক্ষে মিতুর চিকিৎসা সহায়ক কমিটির কাছে হস্তান্তর করা হয়।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিতুর চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি বিশিষ্ট মুরব্বী শওকত আলী, ফেঞ্চুগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক কামরনুল ইসলাম কামরান, সাংবাদিক দেলওয়ার হোসেন পাপ্পুসহ গন্যমান্য বক্তিবর্গ।
উক্ত অনুদান হস্তান্তরের সময় মোগলপুর গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ফিরুজ আহমদ খান, জলিলুর রহমান খান, সৈয়দ গোলাম আহাদ, ছালিক মিয়া হিরন,  রুবেল আহমদ, আহসান আহমদ খান প্রমুখ।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র শরাফত হোসেন মিতুর জন্ম থেকেই একটি কিডনী। আর মিতুল সেই একমাত্র কিডনি অকেজো হয়ে গেছে। দরিদ্র পিতা মিতুর ব্যয়বহুল চিকিৎসার খরচ চালাতে অক্ষম ছিলেন। মিতুর চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন জানিয়ে বিভিন্ন গনমাধ্যমে নিউজ প্রকাশিত হলে দেশ-বিদেশের বিভিন্ন দানশীল ব্যক্তি ও সামাজিক সংগঠন মিতুর চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *