মাভাবিপ্রবিতে ‘বস্ত্র শিল্পের টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Slider সারাদেশ

IMG_4251

 

 

 

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের টেক্সটাইল ইনঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ২২ নভেম্বর ২০১৭ সকাল ১০ টায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে ‘বস্ত্র শিল্পের টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. ইকবাল মাহমুদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘ত্রিপলএ কন্ট্রোল’ -এর উপদেষ্টা ও প্রশিক্ষক ইঞ্জিনিয়ার আবরার আহমে¥দ অপু । স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও উক্ত বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আয়াতুল্লাহ হোসেন আসিফ ।

এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন ‘টেক্স্রটাইল ফোকাস, এর সম্পাদক ও প্রকাশক এম এ ইসলাম রিয়াদসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *