কাবুলে আইএসের আত্মঘাতী হামলায় নিহত ৯

Slider সারাবিশ্ব

141455kabul-blast

 

 

 

 

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বৃহস্পতিবারের এই হামলার দায় স্বীকার করেছে।

নিহতদের মধ্যে সাত জনই পুলিশ সদস্য।

বোমা বিস্ফোরণস্থলে রাজনৈতিক একটি অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠানটিই আইএসের টার্গেট ছিল বলে ধারণা করা হচ্ছে।

কাবুলের খেইর খানা এলাকার সেই হোটেলের কাছে এই হামলা হয়। আত্মঘাতী হামলাকারী খালি পায়ে ওই হোটেলে ঢোকার চেষ্টা করেন, যদিও তার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে সাধারণত বিয়ের অনুষ্ঠান হলেও সেদিন রাজনৈতিক অনুষ্ঠান চলছিল।

হোটেলটিতে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের গভর্নর আতা মোহাম্মদ নুরের সমর্থকরা অবস্থান করছিলেন। তাদের এক বৈঠক লক্ষ্য করেই বৃহস্পতিবারের এই হামলা চালানো হয় বলে পরে এক বিবৃতিতে জানিয়েছে আইএস।

নুরের দল জমিয়ত-ই-ইসলামীর বেশিরভাগ সদস্যই আফগানিস্তানে বসবাস করা তাজিক জনগোষ্ঠী থেকে আগত।

২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পর আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে জোট বাধে জমিয়ত। সাম্প্রতিক মাসগুলোতে এই দল এবং তার সমর্থকরাই আইএসের হামলার অন্যতম প্রধান লক্ষ্য।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *