‘শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে মনিটরিং করা হচ্ছে’

Slider জাতীয়

190311parlament_kalerkantho_pic

 

 

 

 

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সরকারি মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।

আজ সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষকদের বিদ্যালয়ে সময়মতো উপস্থিতি মনিটরিং করতে উপজেলা বা থানা পর্যায়ে সহকারী শিক্ষা অফিসারদের মধ্যে ক্লাস্টার ভিত্তিক বিদ্যালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। একজন সহকারী শিক্ষা অফিসার তার আওতাধীন ক্লাস্টারের কমপক্ষে ১০টি বিদ্যালয় পরিদর্শন করেন।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে প্রতি মাসে উপজেলা শিক্ষা অফিসার ৫টি, ইনস্ট্র্রাকটর ইউআরসি ৫টি ও সহকারী ইনস্ট্র্রাকটর ইউআরসি ৭টি বিদ্যালয় পরিদর্শন করে থাকেন। মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্য ইতোমধ্যে ই-মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।

সরকারি দলের সদস্য আলী আজমের অপর এক লিখিত প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে যে সকল প্রাথমিক বিদ্যালয়ের ভবন সমস্যা রয়েছে সে সকল বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *