এম এ কাহার বকুল লালমনিরহাট প্রতিনিধি •
লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ও কালীগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে রংপুরের পাগলাপীরের ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা,লুটপাট ও আগুন দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে । মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে কালীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদেশ্যে উগ্র মৌলবাদি সম্প্রদায় এ হামলা চালিয়েছে। সরকারকে সঠিক তদন্তকরে আসল আপরাধিদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আর্থিক সাহায্য ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন,একাত্তরের পরাজিত শক্তিরাই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। এরা দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে। শান্তি রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে । মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন,পূজা উপজেলা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক দেবদাস রায় বাবুল, ঊপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু বিজয় কুমার রায়, জেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ড মুক্তিযোদ্ধা জয়দেব চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অতুল কৃষ্ণ অধিকারী,পূজা উদ্যাপন কমিটির চন্দ্রপুর ইউনিয়ন সভাপতি ভরত চন্দ্র রায়,পূজা উদ্যাপন কমিটির ভোটমারী ইউনিয়ন সভাপতি আশীষ কুমার গোস্বামী,পূজা উপজেলা উদ্যাপন কমিটির সাংঠনিক সম্পাদক জগদীশ চন্দ্র সেনসহ বিভিন্ন এলাকাে থকে আগত হিন্দু সমপ্রদায়ের লোকজন মানববন্ধনে অংশগ্রহন করেন।