সঞ্চালকের ভুলে গোয়ার রাজ্যপাল হয়ে গেলেন ভারতের রাজ্যপাল!

সারাবিশ্ব
image_156899.5না, কোনো গ্রাউন্ড চ্যানেল বা দ্বিতীয় শ্রেণির বস্তাপচা চ্যানেল নয়। এই ঘটনা ভারতের জাতীয় চ্যানেলের। স্বাধীনতা-উত্তর ভারতের গর্ব দূরদর্শনের। সৌজন্যে দূরদর্শনের এক সঞ্চালক। জনৈক সঞ্চালকের কীর্তিতে, সোশ্যাল মিডিয়া তো বটেই, সমালোচনার ঝড় উঠেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকেও। দূরদর্শনের ওই কীর্তিমান সঞ্চালক গোয়ার রাজ্যপালকে, ভারতের রাজ্যপাল বলে সম্বোধন করেছেন। তাও আবার আন্তর্জাতিক চলচিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে!
গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠান ২০ নভেম্বর সরাসরি সম্প্রচারিত হয় চিভিতে। সেই অনুষ্ঠানেই টিভির তরফে সঞ্চালক ছিলেন প্রসার ভারতীর এক মহিলা অ্যাঙ্কর। উদ্বোধনী অনুষ্ঠানে আর পাঁচজন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল মৃদুলা সিনহা। গোয়ার রাজ্যপালকে ভারতের রাজ্যপাল বলেই দর্শকদের সঙ্গে পরিচয় করান ওই মহিলা সঞ্চালক। জৈনক অ্যাংকরের এহেন সম্বোধন দেখে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান গোয়ার রাজ্যপাল।
দূরদর্শনের ওই সঞ্চালকের কীর্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা তৈরি হয়েছে দেশজুড়ে। প্রসার ভারতীর তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কয়েকজন অফিসারকের বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ঘটনার জন্য পর্যাপ্ত কর্মীর অভাবকেই দায়ী করছে প্রসার ভারতী। সংস্থার সিইও জওহর সরকারের বক্তব্য, এই মুহূর্তে প্রসার ভারতীতে ১৮ হাজার স্থায়ী পদ খালি রয়েছে। গত ২০ বছরে কোনও নিয়োগ হয়নি। অস্থায়ী কর্মী দিয়ে কাজ চালাতে হচ্ছে। তাঁরা অনেকেই যোগ্য নয়। যে মহিলা এই ধরনের ভুল করেছেন, তিনিও অস্থায়ী কর্মী। তবে দূরদর্শনের বিড়ম্বনা এটাই নতুন নয়। সম্প্রতি জিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের নামের ইংরেজি বানানটি হলো Xi Jinping। দূরদর্শনের খবরে এক সঞ্চালিকা ওই উচ্চারণ করেছিলেন ইলেভেন জিনপিং। Xi-এর উচ্চারণ রোমান হরফের ইলেভেন ভেবেছিলেন সঞ্চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *