মোবাইলের গ্রাহক ১৪ কোটি ছাড়াল

Slider তথ্যপ্রযুক্তি

1510713817

 

 

 

 

১৬ কোটি মানুষের দেশে মোবাইল সিমের সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে। ইন্টারনেট গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ কোটিতে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ তথ্য জানিয়েছে।
গতকাল মঙ্গলবার বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৭ লাখ ১৩ হাজার। এর মধ্যে ছয় কোটি ৩৮ লাখ ৪২ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। এয়ারটেল একীভূত হওয়ার পর রবির গ্রাহক এখন চার কোটি ১২ লাখ ১১ হাজার। বাংলালিংকের গ্রাহক তিন কোটি ২৩ লাখ ৭৯ হাজার।
আর রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা হয়েছে ৩২ লাখ ৪১ হাজার। গত বছর সেপ্টেম্বর শেষে দেশে গ্রাহকদের হাতে ১১ কোটি ৯০ লাখ ৮৭ হাজার মোবাইল সিম ছিল। অর্থাৎ এক বছরে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৮ শতাংশের বেশি।
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৯২ লাখ ২৭ হাজারে। গত বছর একই সময়ে ছিল ৬ কোটি ৬৮ লাখ ৬২ হাজার। এক্ষেত্রেও এক বছরে প্রবৃদ্ধি ১৮ শতাংশের বেশি। বর্তমানে সাত কোটি ৩৮ লাখ ১৭ হাজার ব্যবহারকারী মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন।
এর বাইরে ৫২ লাখ ২১ হাজার গ্রাহক বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন। ওয়াইম্যাক্সের গ্রাহক বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *