গাজীপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Slider বিনোদন ও মিডিয়া

23517928_1704903856246339_3010108398867123117_n

 

 

 

 

গাজীপুর: আলিফ টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক বর্তমান এর গাজীপুর ব্যুারোর ষ্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিন সারোয়ার এর উপর সন্ত্রাসী হামলার দোষিদের গ্রেফতারের দাবীতে  মঙ্গলবার  দুপুর ৩টার দিকে গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সাইনবোর্ড ভ’ষিরমীল এলাকায়
প্রতিবাদ ও মানববন্ধন করেন ‘গাজীপুরের কর্মরত সাংবাদিকরা।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধনে গাজীপুরের জেলায় কর্মরত প্রিন্ট-ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন সারোয়ার এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত ভ’ষিরমীল এলাকার মাদক ব্যবসায়ী জাকির হোসেনসহ জড়িত সকল মাদক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে আর টিভি (টঙ্গী) প্রতিনিধি প্রলাশ প্রধান বলেন,মাদক ব্যবসায়ীর হাতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনাকে ছোট করে দেখলে চলবে না। এর সুদূরপ্রসারি প্রভাব আছে। সরকারসহ সবাইকে মনে রাখতে হবে, এর বিচার না হলে কেউ মাদক ব্যবসায়ীদের হাত থেকে কোন সাংবাদিক রেহায় পাবেনা। তাই সময় থাকতে এ ব্যাপারে সতর্ক হতে হবে।এসময় ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চ্যানেল আই এর সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, আমরা প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছি। আবার ৫৭ ধারায় যখন-তখন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাইনবোর্ড এর ঘটনা দেশের গণমাধ্যমের জন্য কলঙ্কজনক। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গাজীপুরসহ সারাদেশে সব সাংবাদিক নির্যাতনের বিচার চাই। অন্যথায় গাজীপুরের সকল সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। মানববন্ধনে আরও মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের কর্মরত গণমাধ্যমরে সাংবাদকিসহ বভিন্নি সংগঠনরে নতোরা।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে জয়দেবপুর থেকে সাইনবোর্ড বাসায় ফেরার পথে একটি অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল করে দেখা করার কথা বলে সাইনবোর্ড ভুষিরমীল এলাকায় সাংবাদিক তুহিন সারোয়ারের বাইক আটকিয়ে মাদক সন্ত্রাসী জাকিরসহ ১০/১৫/ জন অশ্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে রক্তাক্ত করে পকেট থাকা নগদ ২৫৫০০, একটি অপ্পো এফ-থ্রি মোবাইল ফোন এবং একটি স্যামসাং ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকবাসী বাচাতে এগিয়ে এলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়। এবিষয়ে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *