বিবিয়ানায় অতিরিক্ত ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন প্রকল্প, বিবিয়ানা থেকে ধনুয়া গ্যাস পাইপ লাইনের উদ্বোধন এবং বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী হবিগঞ্জের নবীগঞ্জে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে হবিগঞ্জে পৌঁছান তিনি। জেলায় বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন শেখ হাসিনা। এ ছাড়া বিকেলে স্থানীয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী হবিগঞ্জের নবীগঞ্জে এসব প্রকল্পের উদ্বোধন করেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে হবিগঞ্জে পৌঁছান তিনি। জেলায় বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন শেখ হাসিনা। এ ছাড়া বিকেলে স্থানীয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।