বিনোদন জগতে তারকাদের নিয়ে নানা গুঞ্জনে আলোড়িত হতে বেশ ভালোবাসেন সবাই। বিশেষ করে কোন নায়িকার সঙ্গে কোন নায়কের প্রেম চলছে বা কার সঙ্গে কার ঘোরাফেরা দেখা যাচ্ছে ইত্যাদি খবর খবরের শিরোনাম হয়। এখানে এমন তারকারের কথা জানুন যারা নাকি স্রেফ দারুণ বন্ধু! অথচ তাদের নিয়ে রসালো গল্পের শেষ নেই।
১. শহীদ কাপুর ও সোনাক্ষী সিনহা আসলে একে অপরের খুব কাছের বন্ধু। তাদের মাঝে অন্য কিছু একেবারেই নাকি নেই।
২. রণবীর কাপুর ও ক্যাটরিনাকে অনেক গল্প ছড়ালেও এখন পর্যন্ত তারা আসলে পরস্পরের ভালো বন্ধু বলেই দাবি করছেন অনেকে।
৩. আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান কিন্তু বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। তারা নিজেদের সম্পর্কের বিষয়ে একেবারেই কর্মাশিয়াল নন।
৪. হারমান বেওয়াজা এবং বিপাশা বসু কিন্তু দুজনের খুব কাছের বন্ধু। তারা নিয়মিত একে অপরের সঙ্গে দেখা করেন। যদিও আরো অনেক খবর পাওয়া যায় তাদের নিয়ে।
৫. আশিকি ২ এর আদিত্য কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে মাঝে-মধ্যে এক সঙ্গে দেখা যায়। অনেকে অনেক কিছুই ভাবেন। কিন্তু তারা দারুণ বন্ধু বলেই মনে করেন নিজেদের।
৭. উদয় চোপড়া আর নার্গিসকে নিয়ে সবাই যাই চিন্তা করুন না কেন, তারা যে কাছের বন্ধু তা অনেকেই জানেন। আবার অন্য সম্পর্কের বিষয় নিয়েও প্রমাণ রয়েছে অনেকের কাছে।
৮. সোহা আলী খান ও কুনাল খেমুও একে অপরের দারুণ বন্ধুত্ব ধরে রেখেছেন। অন্য কিছুর অস্তিত্ব নাকি নেই।
৯. রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে নানা গসিপ চললেও তারা কিন্তু বন্ধুত্ব এখনো অটুট রেখেছেন। বাকি সব গালগপ্পো।
সূত্র : ইন্ডিয়া টাইমস