
স্থানীয়রা জানায়, জেলা সদরের গোপালগঞ্জ হাটসংলগ্ন মন্দিরপাড়া মহল্লার অধিবাসী মিল চাতালের শ্রমিক মোতালেবের ছেলে রানা গোপালগঞ্জ হাটের জনৈক জামিলের চায়ের দোকানে কাজ করতো। গতকাল শুক্রবার দুপুরে সে তার ছোটবোন মুক্তার জন্য শহরের কোনো এক বাড়িতে কাজ জোগাড় করতে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। তার পরিবারের সদস্যরা মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। আজ সকালে রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কোতোয়ালি থানার এসআই আব্দুর রফিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।