অনলাইনে সাড়া ফেলেছে স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস

Slider টপ নিউজ তথ্যপ্রযুক্তি

103220stephan_kalerkantho_pic

 

 

 

 

বিজ্ঞানী স্টিফেন হকিং-এর পিএইচডি থিসিস অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। থিসিসটি অনলাইনে প্রকাশ করার পর কয়েক দিনে তা দেখেছেন ২০ লাখেরও বেশি লোক।

বলা হচ্ছে, কোনো গবেষণাপত্র নিয়ে এত লোকের আগ্রহী হয়ে ওঠা এর আগে আর কখনোই দেখা যায়নি।

গত সোমবার ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অধ্যাপক হকিং-এর পিএইচডি থিসিস প্রকাশ করা হয়। প্রথম দিনেই এত লোক তা পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন যে ওয়েবসাইটটিই ক্র্যাশ করে।

কেমব্রিজের একজন অধ্যাপক ড. আর্থার স্মিথ বলেন, ‘এটা এক বিরাট ব্যাপার। আমাদের বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় যত গবেষণাপত্র আছে তার কোনোটিই এত লোক দেখেননি। হয়তো পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেনি। ‘

কর্তৃপক্ষ বলছে, পৃথিবীর নানা প্রান্ত থেকে লোকেরা এটি দেখেছেন। অন্তত ৫ লাখ লোক এটি ডাউনলোড করার চেষ্টা করেছেন।

জানা গেছে, ‘সম্প্রসারণশীল মহাবিশ্বের বৈশিষ্ট্য’ নামের ১৩৪ পাতার এই থিসিসটি লেখার সময় স্টিফেন হকিং ছিলেন কেমব্রিজের ট্রিনিটি হলের পোস্ট গ্রাজুয়েটের ছাত্র।

তখন তার বয়স ছিল ২৪ বছর।

এও জানা গেছে, স্টিফেন হকিং-এর লেখা বই ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ ১৯৮৮ সালে বেরোনোর পর তা এক কোটি কপিরও বেশি বিক্রি হয়।

মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন এবং কম্পিউটারের সাহায্যে কথা বলেন। তার বয়স এখন ৮৪।
সূত্র : বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *