কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উপলক্ষে গোলাপগঞ্জে র্যালী ও আলোচনা সভা

Slider সিলেট
20171028_105202-copy
.
হাফিজুল ইসলাম লস্কর :: সারাদেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কমিনিউটি পুলিশের আয়োজনে, ২৮ অক্টোবর কমিনিউটি পুলিশিং ডে ২০১৭ ইং উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় গোলাপগঞ্জ মডেল থানা পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের চৌমুহনী প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালী শেষে গোলাপগঞ্জ কমিউনিট পুলিশিং এর সভাপতি প্রবীন ব্যক্তিত্ব হাজী আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে, অফিসার ইনচার্জ (অপারেশন) দেলওয়ার হোসেনের সঞ্চালনায় ও থানা মসজিদের প্রধান ইমাম মাওলানা আব্দুল মালিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সমাজসেবী মুজিবুর রহমান প্রমুখ।
এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুশন, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমদ, লক্ষীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল জলিল সেলিম, উপজেল মৎস্যজীবি সমিতির সেক্রেটারী নুরুল ইসলাম প্রমুখ।
আলোচন সভায় বক্তারা বলেন, আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি জনগনের অংশগ্রহণ খুবই প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্ঠায় শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকে দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসতে হবে। কারন জনসংখ্যার তুলনায় আমাদের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা অনেক কম তাই আপনাদের সহযোগীতা ছাড়া একক ভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সল্প সংখ্যক পুলিশের দ্বারা কষ্টকর, আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশকে সহযোগিতা করুন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনীর ভূ’মিকা অনস্বীকার্য।
সরকার পুলিশের সাথে জনগণের সুসম্পর্ক জোরদার করার লক্ষেই “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্য নিয়ে কাজ শুরু করেছে। তাই আপনারাও পুলিশ বাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসুন। দেশের পুলিশ বাহিনীর যেমন আপনাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা উচিত, ঠিক তেমনি সাধারন মানুষেরও উচিত পুলিশ বাহিনীর পাশে থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *