এসএসএসএ’র জার্সি ও লগো আনুষ্ঠানিকভাবে উন্মোচিত

Slider সিলেট
ss_3
হাফিজুল ইসলাম লস্কর :: সিলেটের খেলাধুলা সমর্থন ও প্রচার-প্রচারণা করতে “উৎসাহে, উল্লাসে আমরা আছি খেলার সাথে..” এই স্লোগান ধারণ করে আনুষ্ঠানিকভাবে শনিবার সন্ধ্যায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া ভবনের কনফারেন্স রুমে, সিলেট স্পোর্টস সাপোর্টারস এসোসিয়েশন (অরেঞ্জ টাইগার্স) এর জার্সি ও লগো উন্মোচিত হলো।
সংগঠনের খেলা পাগল তরুণরা গত মৌসুমে প্রিমিয়ার লিগ ফুটবল সিলেট ভেন্যুর সকল ম্যাচ মাঠে বসে দেখেছিল। তাদের দাবি ছিলো, প্রিমিয়ার লিগ ফুটবলে সিলেটের ক্লাব চাই। এবার বিপিএল ক্রিকেটের সব ম্যাচও তারা মাঠে বসে খেলা দেখবে। উৎসাহ যোগাবে সিলেট সিক্সার্সকে।
দাবি থাকবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট ভেন্যু মর্যাদা। সংগঠনটির নির্বাহী সদস্য মাহফুজ হামিদ ও মাকসুদ হকের সঞ্চালনায়, উপদেষ্টা সাজলু লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য বিজিত চৌধুরী,
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ মারুফ হাসান, সিলেট ক্রীড়া লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান, দৈনিক সিলেট সুরমার ক্রীড়া সাংবাদিক মান্না চৌধুরী, এসএনপিস্পোর্টস২৪ এর নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য তানজীল শাহরিয়ার অলি, মিফতাউল ইসলাম এলিন, মো: এসআই সাগর, জহির খান। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মকসুদুর সিরাত, মেহেদি লিমন, সাকিব, ইমন, সাইফ, সজল, শাহ নেওয়াজ, দিপু, দিপন, আসিফ, শাহনুর, মাসুদ, সরোয়ার, এম মোজাব্বির আলী, মাহমুদ রহমান, মাজহার শিহাব, আলফাজ রামিম, রিয়াজুল হাসান, টিপু খান, রুবেল আহমদ, জাহিদুল সোহান, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *