কবি
………সবুজ মিয়া
কবিরা নীরব, কবিরা স্তদ্ধ।
কবিদের চোখ বেদনায় ভরাক্রান্ত।
কবিরা অসহায়, কবিরা লজ্জিত।
জাতির কাছে।
কবিরা স্বাধীন, কবিরা মগ্ন।
লিখতে কষ্টের প্রতিছবি।
কবিরা অন্ধ, কবিরা ঘৃনিত।
জাতির কাছে।
কবিরা শূর্ণ্য, কবিরা দারিদ্র।
অম্লান ভালোবাসাতে।
কবিরা পূর্ণ, কবিদের গুন্য বিশ্বজুড়ে।
কবিরা শিপ্লী, কবিরা চিত্রকর, কবিরা গায়ক।
কবিরা মাধুর্য ছাড়ায়, উদ্দভাবনি সৃষ্টিতে।
কবিরা প্রেমময়, কবিরা সহানুভূতিশীল।
কবিরা সত্যবাদী, কবিরা সত্য পথের পথিক।
কবিদের ভাষা, স্পষ্ট কণ্ঠে আঁকা।
কবিদের বিদ্রোহী প্রতিবাদ।
তাদের চোখেতে মুখেতে, আগুন ঝড়া অশ্রুতে।
কবিরা সুন্দর, কবিরা মাধুর্য ছড়াতে পারে কবিতায়।
কবিরা বৃক্ষ, কবিরা ঢেউ, কবিরা ছন্দ।
কবিরা পাহাড়, কবিরা নদী, কবিরা সাহস, কবিরা সাগর।
কবিদের মন অনেক উজার।
কবিরা প্রকৃতি, কবিরা মরু।
কবিরা প্রান জাগায় তৃষান্ত ভূমে।
কবিরা রসিক, কবিরা করতে পারে হাস্য।
করিবা হাসায়, কবিরা কাদায়।
কবিদের চোখে নোনাজল।
কবিরা হাস্য, কবিদের কষ্ট, হৃদয়ের কোনে।
প্রকাশ পায় লেখনিতে।
কবিরা আবদ্ধ, কবিরা দায়বদ্ধ, জাতির কাছে।
কবিরা উদ্ধার, স্বাধীনতার সুর, তাজা রক্ত রাজপথে।
কবিরা ভাষন, কবিতার সুর, আগুন জ্বালায় রক্তে।
কবিরা সুর , কবিদের ভাষা, শান্তি জোগায় প্রানে।
কবিদের বিদ্রোহী ভাষা রুখতে পারিনি।
তাজা রক্তে ভয়ংকর বিষফুরনে।
রকেটের বেগে তীর মেরেছে শত্রুদের বুকে।
কবিরা স্বাধীনতার ডাক।
করতে যুদ্ধ বঙ্গ- বন্ধুর ভাষণ।
কবিরা বাধা রুখতে দেয়নি লিখনিতে।
কবিরা ছোট, কবিরা ঘৃনিত।
কবিরা নিচু, মুর্খ শ্রেণির কাছে।
কবিরা বড়, কবিরা এক কনিষ্ট।
কবিরা বলিষ্ট, শিক্ষিত শ্রেণিতে।
কবিরা দুর্বল, কবিরা রোগাকান্ত, কবিরা অসুস্থ্য।
তাহলে দেশ ছাড়ল, শত্রু কেন নয় মাসে।
কবিরা উঁচু, কবিরা বসে আছে।
সমাজের উচ্চ মঞ্চে, ভক্তজনা পাঠকের কাছে।
কবিদের শির , বিশ্বভভ্রান্টে আকাশে ছোয়া।
কবিদের সম্মান, করতে হবে সর্বজনা।
কারন, কবিরা নীরব।
কবিরা স্তদ্ধ, কবিরা সৃষ্টিশীল।
কবিরা মননশীল, কবিরা স্পষ্টবাদী।
কবিরা নিরজীব, কবিরা সজীব।
কবিরা অসহায়, কবিরা বলিষ্ট।
প্রকাশ পায় লেখনিতে।
কারন, কবিরা যে দায়বদ্ধ, জাতীর কাছে।