দীপাবলি উৎসব শেষ। কিন্তু বলিউড তারকাদের পার্টি যেন থামছে না। এখনো সবাই যাঁর যাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে একটি ছবি তো রীতিমতো ভাইরাল হয়ে গেছে। হতেই হবে, ছবিটা যে নবাব-পুত্তুরের! বলিউড তারকা দম্পতি সাইফ আলী খান আর কারিনা কাপুর খানের সন্তান তৈমুর আলী খান, বাবার কোলে বসে মায়াময় দৃষ্টি দিয়ে রেখেছে বাবার হাতের জ্বলন্ত মোমে। এই ছবি এখন দেদার শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একই সময়ে অন্যদিকে কারিনা ছিলেন সোনম কাপুরের আয়োজনে এক পার্টিতে। তাই তাঁর পার্টিতে তোলা সব ছবি পাওয়া যাচ্ছে ইনস্টাগ্রামে। কখনো ভাইবোনের সঙ্গে, কখনো সহকর্মী তারকাদের সঙ্গে, কখনো বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে কারিনার ছবি। সব আনন্দ ছাপিয়ে নিঃসন্দেহে সেরা ছবিটা যেন বাবার কোলে তৈমুরের। হিন্দুস্তান টাইমস

Slider বিনোদন ও মিডিয়া সারাবিশ্ব

529a5d76167b9a87a34c238712936628-59ec2d966fe44

 

 

 

 

 

 

 

দীপাবলি উৎসব শেষ। কিন্তু বলিউড তারকাদের পার্টি যেন থামছে না। এখনো সবাই যাঁর যাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে বেড়াচ্ছেন। এর মধ্যে একটি ছবি তো রীতিমতো ভাইরাল হয়ে গেছে। হতেই হবে, ছবিটা যে নবাব-পুত্তুরের!

বলিউড তারকা দম্পতি সাইফ আলী খান আর কারিনা কাপুর খানের সন্তান তৈমুর আলী খান, বাবার কোলে বসে মায়াময় দৃষ্টি দিয়ে রেখেছে বাবার হাতের জ্বলন্ত মোমে। এই ছবি এখন দেদার শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একই সময়ে অন্যদিকে কারিনা ছিলেন সোনম কাপুরের আয়োজনে এক পার্টিতে। তাই তাঁর পার্টিতে তোলা সব ছবি পাওয়া যাচ্ছে ইনস্টাগ্রামে।

কখনো ভাইবোনের সঙ্গে, কখনো সহকর্মী তারকাদের সঙ্গে, কখনো বন্ধুদের সঙ্গে দেখা যাচ্ছে কারিনার ছবি। সব আনন্দ ছাপিয়ে নিঃসন্দেহে সেরা ছবিটা যেন বাবার কোলে তৈমুরের। হিন্দুস্তান টাইমস

5b581e7e213d9786e89c99f2eb373c36-59ec2d9b7519c

 

 

 

 

 

 

 

7e434bb405705638f603b87fb17dcaae-59ec2d9a19887

 

 

 

 

 

 

 

8a42247177972e8315b991150cdb5c68-59ec2d9811c25

 

 

 

 

 

 

 

 

84950cc3c94729fa5f07d746caedec19-59ec2d9f57961

 

 

 

 

 

 

 

612a2aff12ae8847d9b77d46cfc2468d-59ec2d9d24166

 

 

 

 

 

989cbc33961cbc620b52ace18c73a0c6-59ec2da0da7d2

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *