নির্বাচনের কথা না ভেবে নাকে তেল দিয়ে ঘুমান : শেখ সেলিম

টপ নিউজ
image_156523.selimআওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ -০২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি-জাময়াত কোন রাজনৈতিক দল নয়, এরা পকিস্তানের এজেন্ট। তাই তাদের কথায় দেশে কোন মধ্যবর্তী নির্বাচন হবে না। ৭১ এর পরাজিত শক্তিদের নিয়ে যারা সংসার করে তাদের সাথে কোন আলোচনা হতে পারে না। দেশের সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ৫ বছরের মধ্যে খালেদা জিয়াকে মধ্যবর্তী নির্বাচনের কথা না ভেবে মুখে পাউডার ও নাকে তেল দিয়ে ঘুমানোর পরামর্শ দিলেন আওয়ামী লীগের এই নেতা।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ৪টি গ্রামে ৩০২টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ৫ জানুয়ারী নির্বাচনের আগে খালেদা জিয়া ও জামায়াত দেশে নৈরাজ্য চালিয়ে ছিলো। পেট্রল বোমা মেরে ১৩০ জন মানুষকে পুড়িয়ে আহত করেছিল। এর মধ্যে ৩০ জন মারা গেছেন। আর যারা বেঁচে আছেন, তারা দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু উনি বিদেশি প্রভুদের কথায় আলোচনা না করে অসাংবিধানিকভাবে রাষ্টীয় ক্ষমতা দখল করতে ষড়যন্ত্র শুরু করে। তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগ কোন দেশের দালাল নয়, আওয়ামী লীগ এদেশের মানুষের দল। তাই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায়। অর্থনৈতিক উন্নতি হয়। আমরা ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করবো। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ৫ বছর ক্ষমতায় থাকতে পারলে গোপালগঞ্জ জেলার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে। ইতিমধ্যে জেলার ৮৫ ভাগ বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। বিশেষ বরাদ্দ হিসেবে গোপালগঞ্জে ৩০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন অনুমোদন করা হয়েছে। ৫০ কিলোমিটার লাইন স্থাপনের জন্য জরিপের কাজ চলছে। খুব শীঘ্র লাইন স্থাপনের কাজ শুরু হবে।
এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রেজায়েত আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মাঝিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাখন লাল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *