তারেকের যদি সাহস থাকে বাংলার মাটিতে এসে রাজনীতি করুক : গণপূর্তমন্ত্রী

টপ নিউজ
image_156509.gonopurto ministerযুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি মাদক আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের। যুবলীগের নেতা-কর্মীরা আপনারা নিজেরাও মাদক থেকে দূরে থাকুন। আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে আয়োজিত যুব জাগরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ।
সমাবেশে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারেক রহমান রাজনীতিতে অর্বাচীন বালক। তাই সে আবোল-তাবোল বকছে। তার যদি সাহস থাকে বাংলার মাটিতে এসে রাজনীতি করুক।
উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত যুব জাগরণ সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন রাশেদ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, সদস্য নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সম্পাদক সেলিম উদ্দিন, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল চৌধুরী, মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান সুমন, উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান স্বপন।
সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *