৪-০তে এগিয়ে বাংলাদেশ

খেলা

52261_bd
মাশরাফি বাহিনী ২১ রানে জিতে নিল চতুর্থ ওয়ানডে । ২৫৭ রানের টার্গেটে জিম্বাবুয়ে ইনিংস থামলো ২৩৫/৮ সংগ্রহ নিয়ে। সিরিজে প্রথমবারের মতো পুরো ৫০ ওভার ক্রিজে কাটালো জিম্বাবুয়ে । আর প্রথমবার ২০০ রানের কোঠা পার করলো সফরকারীরা। ২৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামলে জিম্বাবুয়েকে বল হাতে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ১১তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১৭ রানে ওপেনার ভুসিমুজি সিবান্দাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। পরে ১৩তম ওভারের দ্বিতীয় বলে জিম্বাবুয়ের অপর ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে করেন বোল্ড আউট। তবে চতুর্থ উইকেটে মিরে ও টেইলর ১০৬ রানের জুটি গড়ের বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়ান। তবে ৫২ রানে মিরেকে সাজঘরে ফেরান জুবায়ের। ও ৬৩ রান করা টেইলর আউট হন রুবেল হোসেনের বলে। এর আগে বাংলাদেশ ইনিংসে শেষ পর্যন্ত ৮২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ । অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩ বাউন্ডারি ও দুই ছক্কায় খেলেন ২৫ বলে ৩৯ রানের মারকুটে ইনিংস। মিরপুরে চতুর্থ ওয়ানডেতে শুরুর মতো ইনিংসের শেষভাগেও ধৈর্যহারা ব্যাটিং দেখান বাংলাদেশ তারকারা। ৩৭.২তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৬/৪। কিন্তু পরের তিন ওভারে ১১ রানে তিন উইকেট খুইয়ে বাংলাদেশের সংগ্রহটা পৌঁছে ১৭৭/৭-এ। এর আগে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংস মেরামত করেন মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ। তবে ব্যক্তিগত ৭৭ রানে বড় শট খেলতে গিয়ে উইকেট দেন মুশফিক। এতে ৩৭.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৬/৫-এ। পঞ্চম উইকেটে মুশফিক-মাহমুদুল্লার জুটিতে সংগ্রহ ১৩৪ রান। । টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৩২ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১৪ রানেই এনামুল হকের উইকেট হারায় বাংলাদেশ। এরপর একে একে বিদায় নেন তামিম, ইমরুল ও সাকিব। জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন নেভিল মাদজিভা ও সোলোমন মিরে। ওয়ানডেতে আজ অভিষেক হয়েছে স্পিনার জুবায়ের হোসেনের। বাংলাদেশ দল- তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহামুদুল্লাহ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হোসেন, জুবায়ের হোসেন ও রুবেল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *