নতুন ছবিতে নতুন চেহারায় সোনম

বিনোদন ও মিডিয়া
image_156497.dolly-ki-doli-655x360কোনও একটি ছবিতে যদি হঠাৎ দেখা যায় সোনম কাপুর কনের পোশাকের সঙ্গে লেদার জ্যাকেট ও পায়ে স্নিকার পরে রয়েছেন তাহলে নিশ্চয় প্রচন্ড অবাক হবেন৷ কিন্তু বিষয়টা আর হতে পারের জায়গায় থেমে নেই৷এটাই সম্প্রতি একটি ছবিতে সোনমকে এভাবেই দেখা গেছে এবং পা ফাঁক করে বসে রয়েছেন তিনি৷ অভিষেক ডোগরা পরিচালিত এই কমেডি ড্রামায় তিনি এমনই এক চরিত্রে অভিনয় করছেন যে বেছে বেছে বিভিন্ন ছেলেক বিয়ে করে এবং বিয়ের পর তাদেরই সঙ্গে প্রতারণা করে অন্য জায়গায় পালিয়ে যায়৷বাংলায় অনেকদিন আগে মুক্তিপ্রাপ্ত তরুণ মজুমদারের ‘ঠগিনী’ ছবিটির কথা মনে পড়ে যাচ্ছে কি? হতেই পারে৷কারণ গল্প কিংবা ডলি কি ডোলিতে সোনমের চরিত্রের সঙ্গে সিনেমা এবং সন্ধ্যা রায় অভিনীত চরিত্রটির প্রভূত মিল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *