শেখ রাসেলের জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

Slider জাতীয়

202823Hasina_kalerkantho_pic1

 

 

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৪তম জন্মদিনে আজ মাগরিবের নামাজের পর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিলে বিশেষ মুনাজাতে শেখ রাসেল এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিশেষ মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহেনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মো. লিয়াকত হোসেইন মুনাজাত পরিচালনা করেন।

শেখ হেলাল উদ্দিন এমপি, এ এফ এম বাহাউদ্দিন নাসিম এমপি, শেখ কবির হোসেন ও শেখ জুয়েলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা মাহফিলে যোগ দেন।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হন।
১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে কিছু বিপথগামী জুনিয়র সেনা কর্মকর্তার হাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ শেখ রাসেল নৃশংসভাবে হত্যাযজ্ঞের শিকার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *