জাতি-ধর্মের ভেদাভেদ যেন সৃষ্টি না হয় : নুসরাত

Slider বিনোদন ও মিডিয়া

1832086BAC13D1-0768-43CB-A17C-9EE657E37B8B_INLVPF.gif

 

 

 

 

সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিলেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বললেন, জাতি-ধর্ম নির্বিশেষে এ রাজ্যের মানুষ যে কোনও উৎসব পালন করে এসেছে।

সেই সংস্কৃতি বজায় রাখতে হবে। গতকাল রাতে হুগলির কোন্নগর সুইমিং ক্লাবের জয়ন্তী কালীপুজোর উদ্বোধনে এসে এই বার্তা দেন অভিনেত্রী। আরও বলেন, এরাজ্যের মানুষের একটি সাংস্কৃতিক ঐতিহ্য আছে। তা মেনে চলা দরকার।

ফিতা কেটে মণ্ডপের উদ্বোধন করেন নুসরাত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধায়ক প্রবীর ঘোষাল, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হরিপালের বিধায়ক বেচারাম মান্না।

দীপাবলির পরিকল্পনা নিয়ে জানালেন,  বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। বন্ধুবান্ধবদের বাড়িতে কাটাবেন। তাঁদের সঙ্গে কাটাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *