সংলাপে অংশ নিতে নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল

Slider জাতীয়

113740EC_kalerkantho_pic

 

 

 

 

 

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চলমান ধারাবাহিক সংলাপে অংশ নিতে নির্বাচন ভবনে পৌঁছেছে বিএনপি। আজ রবিবার সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছায়।

 

বিএনপির সূত্র জানায়, দলটি সংলাপে নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে ইসিকে এক ধরনের ধারণা দেবে। এ ছাড়া নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেওয়া, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ম্যাজিস্ট্রেসি (গ্রেফতারি) ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু জায়গায় সংশোধন আনাসহ বেশ কিছু প্রস্তাব তারা তুলে ধরবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। পরদিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এ আলোচনা পর্ব শেষ হবে।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *