ওয়াশিংটনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে স্পিকারের শ্রদ্ধা

Slider জাতীয়

174418d71

 

 

 

 

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সদ্য স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। শুক্রবার শ্রদ্ধা নিবেদনকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির পথের দিশারী হয়ে থাকবে। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। শোষণমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে সোনার বাংলা গড়তে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *