আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে : সিইসি

Slider জাতীয় সামাজিক যোগাযোগ সঙ্গী

123241CEC_Kalerkantho_pic

 

 

 

 

দশম সংসদ নির্বাচন বর্জন করলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে।

‘ আজ শনিবার ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, ‘ইসির সংলাপে অংশ নেওয়া মানেই তারা নির্বাচনেও অংশ নেবে, আমাদের কাজের ওপর তাদের আস্থা রয়েছে। ‘ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সবগুলো রজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ‘

তিনি আরো বলেন, ‘ইসির আওতায় আছে এমন প্রস্তাবগুলোর বিষয়ে আমরা বিবেচনা করব। সাংবিধানিক বিষয়গুলো নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে কমিশন নিজেরা বসবে। তবে সব ধরনের সুপারিশ সংলাপে অংশ নেওয়া দল ও সরকারের কাছে পাঠানো হবে। ‘

প্রসঙ্গত, নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল। তবে বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। এদিকে রবিবার ইসির চলমান সংলাপে দলটির অংশ নেওয়ার কথা জানালেও এই নির্বাচন কমিশন নিয়ে সমালোচনাও করে যাচ্ছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *