জীবদ্দশাতেই নোবেল পুরস্কার নিলামে

বিচিত্র

4_180714জীবদ্দশাতেই নোবেল মেডেল নিলামে তোলার ঘোষনা দিয়েছেন নোবলে জয়ী প্রফেসর জেমস ওয়াটসন। ডিএনএ’র গঠন উন্মোচন করে যৌথভাবে ১৯৬২ সালে তিনি এই পুরস্কার লাভ করেছিলেন।
নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এই প্রথমবারের মতো কোনো নোবেল লরিয়েট নিজের জীবদ্দশাতেই নোবেল পুরস্কারের মেডেল নিলামে তুলতে যাচ্ছেন, যার আনুমানিক মূল্য দাঁড়াতে পারে ২৫ থেকে ৩৫ লাখ মার্কিন ডলার।
১৯৬২ সালে ওয়াটস, মুরিচ উইকিনস এবং ফ্রান্সিস ক্রিক ডিএনএ’র গঠন উন্মোচন করে নিজেদের অবদানের স্বীকৃতি স্বরূপ যৌথভাবে নোবেল পুরস্কার পান। তাদের প্রত্যেককেই সোনার মেডেল দেয়া হয়। নিলামে মেডেলের পাশাপাশি ওয়াটসনের কাগজপত্র এমন কি নোবেল পুরস্কারপ্রাপ্তিতে সম্মতি জানিয়ে তার হাতে লেখা বক্তব্যটিও নিলামে তোলা হচ্ছে।
প্রফেসর ওয়াটসন বলেন, এই নিলাম থেকে পাওয়া অর্থ অংশ যাবে ইউনিভার্সিটি অব শিকাগো, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্ল্যারে কলেজ, কোল্ড স্প্রিং হারবোর ল্যাবরেটরি, লং আইল্যান্ড ল্যান্ড ট্রাস্ট এবং আরও বেশকিছু দাতব্য প্রতিষ্ঠানে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ফ্রান্সিস ক্রিকের নোবেল মেডেল ২২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। তিনি ২০০৪ সালে মারা যান।
সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *