রিক্সার_হুড————ওমর অক্ষর

Slider সাহিত্য ও সাংস্কৃতি

22382279_1125331697597093_4875953405124408108_o

 

 

 

 

 

 

 

 

রিক্সার_হুড
“”””””””””””””””””””””””””ওমর অক্ষর”””

তাপে ব্যগ্র শহর ললাট ফাঁটা রৌদ্র
নগরে রিক্সার হুডটি তোলা নাহি হলো;
জুটি একটি, একি রিক্সায় কিশোর কায়া
মায়ায় এদের মনের দুরত্ব হাজার কিলো!

ফসিল প্রাণে, টেবিলে দু’টি কফি কাপ
লোকের এক জোড়া অধর স্পর্শ করে;
রাস্তাই সন্ধ্যা নামে হিসাব মিলে না তাদের
ওঁচলা প্রেম ফিরে বেলা শেষে অন্য শহরে।

মনের টানে অপেক্ষা অবহেলিত দর্শনে;
রাতে ঘুমপুড়া মেসেঞ্জারের রিং টনে।
অপেক্ষা অবসান হয় প্রণয় বার্তার ফোনে,
ক্ষনে ক্ষনে এখন মনটানে ঐ টাউন হলে;
রাস্তাই এবার দিবে তারা রিক্সার হুড তুলে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *