রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: শ্রীপুরে মঙ্গল বার গভীর রাতে আর.এ.কে. সিরামিক কারখানায় টিনসেড ভবনের ছাদ থেকে পড়ে নাজমুল (২৮) মারা গেছে। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
কারখানা সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতে শ্রমিকরা ওই কারখানায় কাজ করছিল। রাত তিনটার দিকে নাজমুল সহ চার-পাঁচ জন শ্রমিক টাইলস্ সেকসনের বল মিলের টিনসেড ভবনের উপর পায়চারী করছিল। এসময় অসাবধানতা বশত নাজমুল ছাদের প্লাস্টিকের টিন ভেঙ্গে নিচে ড্রেনের উপর পরে যায়। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। নাজমুলের মৃত্যুর দৃশ্য দেখে সাথে থাকা শ্রমিক হাবিবুর রহমান অসুস্থ হয়ে পরে। খবর পেয়ে বুধবার দূপুরে শ্রীপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মাহমুদুল হাসান জানান দুপক্ষের মধ্যে সমোজতার চেষ্টা চলছে।