রংপুর বিভাগে শ্রেষ্ঠ বেসরকারি কলেজ উত্তর বাংলা কলেজ

Slider শিক্ষা

22236227_741930832659494_1610882622_n

 

 

 

 

 

 

এম এ কাহার বকুল: লালমনিরহাট প্রতিনিধি; জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ Ranking- ২০১৬ প্রকাশিত হয়েছে। জাতীয় পর্যায়ে কলেজ Ranking-১৬ এ লালমনিরহাট জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান উত্তরবাংলা কলেজ। এছাড়াও ২০১৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনায় উত্তরবাংলা কলেজ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে।

রংপুর বিভাগের সকল সরকারি ও বেসরকারি কলেজের মধ্যে উত্তরবাংলার অবস্থান পঞ্চম। উল্লেখ্য, রংপুর বিভাগে বেসরকারি কলেজ পর্যায়ে উত্তরবাংলা কলেজের অবস্থান প্রথম। সরকারি ও বেসরকারি মিলে কারমাইকেল কলেজ প্রথম স্থানে রয়েছে। জাতীয় পর্যায়ে রাজশাহী কলেজ প্রথম স্থানে রয়েছে। সারাদেশে দুই হাজার দুইশত কলেজের মধ্যে উত্তরবাংলার কলেজের অবস্থান তেতাল্লিশতম। ২০১৫ সালের জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ Ranking-এ রংপুর বিভাগে উত্তরবাংলা কলেজের অবস্থান ছিল ষষ্ঠ। সেই সাথে উত্তর বাংলা কলেজটি লালমনিরহাট জেলার একমাত্র কলেজ শ্রেষ্ঠত্বের র্যাংকিংএ নাম লিখিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে পরীক্ষার ফলসহ ৩১টি সূচকে পারমফরম্যান্স র্যাঙ্কিংয়ের ভিত্তিতে কলেজটি রংপুর বিভাগে বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে সেরা অবস্থানে রয়েছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই র্যাঙ্কিংয়ের ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হারুন-অর-রশিদ। রাজধানীর বড় সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ায় সেগুলো এই র্যাঙ্কিংয়ের আওতায় ছিল না। উত্তর বাংলা কলেজটি ১৯৯৪ সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় প্রতিষ্ঠা করেন ড. মোজাম্মেল হক। তিনি স্কটল্যান্ড স্ট্রাথক্লাইথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অনারারি অধ্যাপক। উত্তর বাংলা কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই এইচএসসি এবং ডিগ্রি পর্যায়ে ছিল। ২০০৭-০৮ সালে কলেজটিতে ৪টি বিষয়ে অনার্স (সম্মান) কোর্স চালু করেন এবং বর্তমান ঐ কলেজে ১৭টি বিষয়ে অনার্স (সম্মান) কোর্স চালু আছে এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। ২০১৩-১৪ সালে উত্তর বাংলা কলেজটিতে মাস্টার্স কোর্স চালু করেন এবং বর্তমান ঐ কলেজে ৭টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। উত্তর বাংলা কলেজের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৬৫০০ জন এবং শিক্ষককের সংখ্যা প্রায় ১৮৫ জন। বর্তমানে ঐ কলেজের অধ্যক্ষসহ ১২ জন শিক্ষক ভারতের রায়গঞ্জ ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণায় আছেন। উত্তর বাংলা কলেজের সভাপতি মো. নজরুল ইসলাম মতি বলেন, উত্তর বাংলা কলেজ আমাদের গর্ব। এই কলেজ রংপুর বিভাগে প্রথম হ‌ওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই উত্তর বাংলা কলেজের সবার আন্তরিকতা এবং সহযোগিতায় যেন কলেজটি তার গৌরব ধরে রাখতে পারে। উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক বলেন, এই অর্জন আমাদের সবার। আমি অত্যন্ত আনন্দিত কলেজের এই সুনাম অর্জনে। আমি অধ্যক্ষ সাহেবের সাথে কথা বলেছি এবং লালমনিরহাট ডিসি সাহেবের সাথে কথা বলেছি আমরা আগামীতে শুধু রংপুর বিভাগ থেকে নয় সারা বাংলাদেশ থেকে প্রথম এবং শ্রেষ্ঠ কলেজ করতে চাই। ২০০৪ সাল থেকে উত্তর বাংলা কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন প্রফেসর এ.এস.এম. মনওয়ারুল ইসলাম। তিনি বলেন, এই অর্জন আমাদের গৌরব। এটা আমাদের এ অর্জন গ্রামাঞ্চল থেকে অত্যন্ত আনন্দের ফল। আমাদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের ফল। আমরা চাই আগামী দিনে সারা বাংলাদেশে যেন শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয় আমাদের উত্তর বাংলা কলেজ। সেই অনুযায়ী আমরা উত্তর বাংলা কলেজের জন্য দিন রাত আরও নিরলস পরিশ্রম করে যেতে হবে। সার্বিক তথ্য দিয়ে সহায়তা করেছেন, সুবাস রায়। প্রভাষক উত্তর বাংলা কলেজ। (ইংরেজি বিভাগ) সুকুমার সেন নয়ন। প্রভাষক উত্তর বাংলা কলেজ। (অর্থনীতি বিভাগ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *